১১ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজের পরিবর্তে দুই টেস্ট খেলতে সম্মতি জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। নভেম্বর মাসের ১১ তারিখ থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ- আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। ১৯ নভেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।
আরও পড়ুন:
এখন পর্যন্ত ৯৮ টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার দ্বারপ্রান্তে বর্ষীয়ান এ ক্রিকেটার।
২০০৫ সালে ১৮ বছর বয়স লর্ডসে অভিষেক হয় মুশফিকের। লর্ডসের ইতিহাসে শচিনের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে লর্ডসে খেলার গৌরব অর্জন করেন তিনি। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে টেস্টে ছয় হাজারের বেশি রান এই লিটল জিনিয়াসের।
জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে ২১৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক যা এখন পর্যন্ত বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ।





