বৈঠকে ক্রিকেটারদের লিখিত মতামত নিয়েছে বিসিবি সভাপতি

কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল
কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়ে আসার পর থেকেই ক্রিকেট মাঠের বাইরেও নজরটা অনেক দূর নিয়ে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটে যুক্ত হয়েছে অনেক কিছুই। পাওয়ার হিটিং কোচ, নতুন কিউরেটরের পর নেয়া হয়েছে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থাও। নিজের ব্যতিক্রমী পদক্ষেপের অংশ হিসেবে এবার ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বোর্ড সভাপতি। যেখানে লিখিত মতামতের ভিত্তিতে বোর্ডকে মূল্যায়ন করেছেন ক্রিকেটাররা।

খারাপ খেললে কেবল খেলোয়াড় নন, বোর্ডও এর অংশ- এমন মন্তব্যে ক্রিকেটার আর বোর্ডকে যেন এক সুতোয় বাঁধার প্রচেষ্টায় বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

দায়িত্ব নিয়েই ক্রিকেট বোর্ডে টি-টোয়েন্টি ইনিংস খেলার কথা বলেছিলেন। সেই কথাই যেন রাখছেন নিত্য নতুন সিদ্ধান্ত দিয়ে। যার সবশেষ নজির আজকের (মঙ্গলবার, ১৯ আগস্ট) বিশেষ ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ বৈঠক। ক্রিকেটারদের কথা শোনাই ছিল বৈঠকের মূল লক্ষ্য।

ক্রিকেটারদের সঙ্গে লম্বা বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন বোর্ড সভাপতি। জানান, ক্রিকেটারদের কাছ থেকেই এবার বোর্ডের পারফরম্যান্স মূল্যায়নের চেষ্টা করছেন তারা। মিলেছে ইতিবাচক সাড়াও। জানালেন, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্কোন্নয়নে এখন থেকে নিয়মিত হবে এমন বৈঠক।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘মাঠে কোচরা যে স্কিল ডেভেলোপ করে সেটাই অল অ্যাবাউট না। সেশন থেকে জানতে পেরেছি যে, আমরা আসলে কোথায় অবস্থান করছি। আমরা প্রতি তিন মাস পরপর এমন সেশন করবো।’

কেবল আন্তর্জাতিক ক্রিকেট নয়, খেলোয়াড়দের আলাপ ছিল ঘরোয়া ক্রিকেট নিয়েও। পিচের মান, ভেন্যু নিয়ে অভিযোগ ছিল আগে থেকেই। বোর্ড সভাপতির আশ্বাস, দ্রুত মিলবে সমাধান।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সিনিয়র ক্রিকেটাররা ডমেস্টিক ক্রিকেট নিয়ে বলেছে। বিপিএল খেলতে তারা যে বিকেএসপিতে যায়, সেটার সমাধানের কথাও বলেছে, আমরা সেটা শুনেছি। যে ডিরেক্টররা আছে তারা উত্তরও দিয়েছে। সবকিছু মিলিয়ে সবাই খুশি।’

আরও পড়ুন:

বৈঠকের অন্যতম আলোচিত ব্যক্তি অ্যালেক্স মার্শাল। দেশের ক্রিকেটকে ডোপিং, ফিক্সিংয়ের বিতর্ক থেকে দূরে রাখতে ক্রিকেট বোর্ডের নতুন সংযোগ আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার মার্শাল। প্রথম দিনেই জানালেন, বাংলাদেশ ক্রিকেটকে সুরক্ষিত রাখার মিশনে সর্বোচ্চ সহযোগিতা করতে চান এ ইংলিশ জেন্টেলম্যান।

বিসিবির অ্যান্টি-কোরাপশন ইউনিট পরামর্শক অ্যালেক্স মার্শাল বলেন, ‘এই শতকের শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বের শীর্ষ পর্যায়ে উঠেছে। সমর্থকরা মাঠে যে খেলাটা দেখেন তা প্রবলভাবে বিশ্বাস করেন এবং যে নারী-পুরুষ ক্রিকেটাররা দেশের হয়ে খেলেন তারা এ খেলাটাকে কলুষতামুক্ত রাখেন। তবুও নিরাপত্তা জোরদার করার জায়গা আছে, কারণ সবসময় এখানে কলুষতার সম্ভাবনা থাকে।’

বাংলাদেশ ক্রিকেটে এখন আন্তর্জাতিক সূচির ব্যস্ততা। নেদারল্যান্ডস সিরিজ আর এশিয়া কাপ কড়া নাড়ছে দরজায়। মাঠের খেলায় ক্রিকেটাররা যখন ব্যস্ত, ঠিক তখন বোর্ডও হয়তো আগামী দিনে ব্যস্ত থাকবে বৈঠকের আলোচিত বিষয়গুলো নিয়ে।

এসএস