অধ্যাপক ডা. আবু জাফর বলেন, ‘জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।'
এর আগে সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সেখানে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়েছে এই ব্যাটারের।
আরো পড়ুন: তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব
বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
পরে সোমবার গাজীপুরের কেপিজি হাসপাতালে তার হার্টে রিং প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তামিমকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার শারিরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
প্রধান উপদেষ্টার বিবৃতি পোস্ট বিস্তারিত পড়তে: তামিম ইকবালের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা
এদিকে ডিপিএলের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়া তামিম ইকবালের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।