রোজার মাঝে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। অধিকাংশ ক্রিকেটার রোজা রেখেই ডিপিএল খেলছেন। ব্যতিক্রম নন মোহামেডানের হয়ে খেলা আবু হায়দার রনিও।
তবে অন্যান্য অনেকের মতো রনির চাওয়া অন্তত রমজান মাসটাকে রাখা হোক খেলার বাইরে।
ক্রিকেটার আবু হায়দার রনি বলেন, ‘আমরা তো সবাই চাই, রোজার মধ্যে কোনো খেলা না হোক। অ্যাজ অ্যা মুসলিম কান্ট্রি (মুসলিম দেশ হিসেবে), আমার কাছে মনে হয় না রোজার মধ্যে খেলা উচিত। একটা ম্যাচ কম হবে আমরা তিনদিন আগে থেকে ছুটি পাবো, এটা খুব ভালো লাগছে। ’
আরো পড়ুন: সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
রিয়াদ-মুশফিক তামিমদের সঙ্গে একই দলে খেলা স্বস্তির। আছে চ্যালেঞ্জও। ক্যাপ্টেন তামিম আর পারফর্মার তামিম নিয়ে কথা বলেছেন আলাদা করে। তবে তারকা সমৃদ্ধ দলে থেকেও নিজের পারফরম্যান্সে উজ্জ্বল আবু হায়দার রনি। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা রনির শিকার ১০ উইকেট।
আবু হায়দার রনি বলেন, ‘তামিম ভাই আসলে ক্যাপ্টেন হিসেবে অনেক ভালো করেছে। তার রেকর্ড আছে অনেক। ডিপিএলে তামিম ভাই খুব ভালো ব্যাট করছে। দুইটা সেঞ্চুরি করেছে। শেষ ম্যাচে ৪৮ রান করেছে সে।’
আরো পড়ুন: হার্টে রিং পরানো হয়েছে তামিমের, সিসিইউতে স্থানান্তর
ঈদ উল ফিতরে বিশেষ কোনো প্ল্যান নেই। সময় দিতে চান পরিবারকে আর ফিটনেসে।
জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচ খেলেছেন। তবে থিতু হতে পারেননি লাল-সবুজের জার্সিতে। তবুও রনি স্বপ্ন দেখেন আবার ফিরবেন জাতীয় দলে।
আরো পড়ুন: তামিম ইকবালের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা
বলের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও মুন্সিয়ানা দেখানো রনি সেই সম্ভাবনা এখনো ভালোভাবেই জিইয়ে রেখেছেন।