গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাকিবের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠলে ইংল্যান্ডের বার্মিংহামে পরীক্ষা দেন তিনি। তবে সেখানে অকৃতকার্য হওয়ায় সব ধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পান দেশের সাবেক এই অধিনায়ক।
পরে দ্বিতীয় দফায় ভারতে পরীক্ষা দিয়ে সেখানেও পাস না করায় অব্যাহত রাখা হয় বোলিং নিষেধাজ্ঞা।
অবশেষে সেই বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে তৃতীয় বারের মতো বোলিং টেস্ট দিয়ে উত্তীর্ণ হলেন মিস্টার সেভেনটি ফাইভ।