জয়ের ধারায় ফিরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

জয়ের ধারায় ফিরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | এখন
0

ঢাকা প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দিনের অন্য দুই ম্যাচে মোহামেডানের বিপক্ষে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স আর হাইভোল্টেজ ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড।

টুর্নামেন্টটির ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল আবাহনী এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করে সাইফ-জয়ের জোড়া অর্ধ শতকে ২৯২ রানের সংগ্রহ পায় রূপগঞ্জ।

জবাবে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। বিকেএসপির আরেক মাঠে এনামুল হক বিজয়ের ১৪৯ রানের ইনিংসে ভর করে মোহামেডানকে ৩৩৭ রানের টার্গেট দেয় গাজী গ্রুপ। জবাবে দলীয় ২৭১ রানে থামে তামিমদের ইনিংস।

এদিকে, মিরপুর স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের কাছে ৫৫ রানে হেরেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জাকির, এছাড়া শামীম ৬২ ও ইরফান শুক্কুর করেন ৫৬ রান।

এএইচ