দেশের স্কুল ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রান করে ইতিহাস গড়লেন মুস্তাকিম হাওলাদার। ৫০ চার আর ২২ ছক্কায় ৪০৪। মাত্র ১৭০ বল ব্যাট করেই ৪০০ রানে কীর্তি গড়েছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মুস্তাকিম। নাম লিখিয়েছেন রেকর্ডে।৪ বাংলাদেশের স্বীকৃত ক্রিকেট এর আগে এরকম ঘটনার সাক্ষী হয়নি।
স্কুল ক্রিকেটের দশম আসরের গ্রুপ ম্যাচে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বিস্ময় জাগানো এই স্কুল বালক।
মুস্তাকিম হাওলাদারের অবিশ্বাস্য এই ইনিংসের উপর ভর করেই ক্যামব্রিয়ান স্কুল ৭৭০ রান করে। জবাবে ৩২ রানেই অলআউট হয়ে যায় বিপক্ষ দল। ফলে ৭৩৮ রানের বড় জয় পায় মুস্তাকিমের দল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।