হারিস, ইরফান খান, খুশদিল শাহদের কেউই দাঁড়াতে পারেননি। তবে অধিনায়ক সালমান আগার ৪৬, শাদাব খানের ২৬ আর শেষদিকে শাহিন আফ্রিদির অপরাজিত ২২ রানে, নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে পাকরা।
জবাব দিতে নেমে ঝোড়ো সূচনা এনে দেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। উদ্বোধনী জুটিতে দু'জন মিলে ৪ ওভার ৪ বলে ৬৬ রান সংগ্রহ করেন। ২২ বলে ৪৫ রান করেন সেইফার্ট।
আর ১৬ বলে ৩৮ রান আসে অ্যালেনের ব্যাটে। মাঝে চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জিমি নিশামরা দ্রুত আউট হয়ে গেলেও, ম্যাচ জিততে খুব একটা বেগ পেতে হয়নি কিউইদেরকে।