আজ পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির

আজ পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির | এখন
0

আজ পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ফাইনালের মহারণে মুখোমুখি দুইবারের চ্যাম্পিয়ন ভারত ও একবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। দুবাইয়ে আজ (রোববার, ৯ মার্চ) বিকেল ৩টায় শুরু হবে ম্যাচ।

নানা শঙ্কা ও উদ্বেগ শেষে দীর্ঘ ৮ বছর পর মাঠে গড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের আপত্তিতে হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত হচ্ছে চলমান আসর। পুরো টুর্নামেন্টই দুবাইয়ে খেলায় ভারতের বিরুদ্ধে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ করেছে অংশ নেয়া দলগুলো।

ভারতের চাহিদা পূরণ করতে বাকি দলগুলোকে পড়তে হয়েছে ভ্রমণ ক্লান্তিতে। যেখানে ফাইনালিস্ট নিউজিল্যান্ড ভ্রমণ করেছে ৭০০০ কিলোমিটারের বেশি।

দুই দলের মুখোমুখি ১১৯ লড়াইয়ে এগিয়ে কিউইরা। তবে সাম্প্রতিক পারফরম্যান্স আর কন্ডিশন মিলিয়ে ফাইনালে এগিয়ে থাকবে ভারতীয়রাই।

পারফরম্যান্সের বিচারে টুর্নামেন্টের সেরা দুই দলই খেলছে ফাইনালে। তবে এখন পর্যন্ত আসরসেরা বোলার ম্যাট হেনরির ইনজুরি কিউইদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে নিশ্চিতভাবেই। ৪ ম্যাচ ১০ উইকেট শিকার করা এই পেসারের জন্য শেষমূহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে নিউজিল্যান্ড। এছাড়া স্যান্টনার আর ব্রেইসওয়েলের স্পিন জুটিও ব্ল্যাক ক্যাপদের স্বস্তি এনে দিতে পারে।

ভারতীয়দের মূল ভরসা স্পিন অ্যাটাকে। গ্রুপপর্বেই কিউইদের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন বরুণ চক্রবর্তী। তার ঘূর্ণিতে আস্থা রাখবেন রোহিত। সঙ্গে আক্সার, জাদেজা, কুলদীবরা তো আছেনই। আর ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করা পেসার মোহাম্মদ শামীও হতে পারেন আতঙ্কের নাম।

ব্যাটিংয়ের শুরুতেই রোহিতের ঝোড়ো ব্যাটিং ভারতকে উড়ন্ত সূচনা এনে দিতে পারে। যদিও ৪ ম্যাচে কোন অর্ধশতকের দেখা পাননি ভারতীয় ক্যাপ্টেন। তবে বিপরীত অবস্থা আরেক অভিজ্ঞ বিরাট কোহলির। ১ সেঞ্চুরি ও ১ ফিফটিতে দারুণ ছন্দে কিং কোহলি।

ভারতীয় বোলারদের জন্য মাথা ব্যথার কারণ হতে পারেন দুই কিউই ব্যাটার রাচিন রাবিন্দ্রা ও কেইন উইলিয়ামসন। ৩ ম্যাচে ২ সেঞ্চুরিতে ২২৬ রান করেছেন রাচিন। ৪ ম্যাচে ১ সেঞ্চুরি আর ১টি ফিফটিতে ১৮৯ রান করেছেন কিউইদের নির্ভরতার প্রতীক কেইন উইলিয়ামসন।

লাহোর কিংবা করাচীতে রানপ্রসবা পিচ হলেও দুবাইয়ের মাঠে দুই দলের স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পাবেন এটা সহজেই অনুমেয়। গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচের পিচেই হবে ফাইনালের মহারণ। শেষ পর্যন্ত সোনালি ট্রফিকে উঁচিয়ে ধরবেন- রোহিত শর্মা নাকি মিচেল স্যান্টনার, অপেক্ষাটা আর মাত্র কয়েক ঘণ্টার।

ইএ