বৃষ্টির বাগড়ায় অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ পরিত্যক্ত

ক্রিকেট
এখন মাঠে
0

বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। যে কারণে মোট চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে গেছে অজিরা। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৭৩ রানে ইনিংস থামে আফগানদের।

২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১০৯ রান করে স্টিভ স্মিথের দল। ৪০ বলে ৫৯ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড। তারপরই শুরু হয় বৃষ্টি।

দেড় ঘণ্টা পর বৃষ্টি থামলেও মাঠ খেলার জন্য উপযোগী ছিল না। এ কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

পয়েন্ট ভাগাভাগি করে অজিরা শেষ চারে গেলেও আফগানদের তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে। সে ম্যাচে প্রোটিয়ারা বড় ব্যবধানে হারলে সেমিফাইনালে যেতে পারবে রশিদ-নবীদের দল।

এএইচ