গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছিলো পাকিস্তান। ওই ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ইনজুরিতে পড়া ফখর জামানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইমাম উল হক।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে ভারত। আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে টিম ইন্ডিয়া।
এখন পর্যন্ত সব মিলিয়ে ১৩৫ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-ভারত। এরমধ্যে পাকিস্তানের জয় ৭৩টিতে, ভারতের জয় ৫৭টিতে। ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্ষিত রানা, মোহাম্মদ সামি ও কুলদীপ যাদব।