বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু আজ

ক্রিকেট
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টা থেকে দুবাইয়ে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে দুবাইয়ে পৌঁছে প্রথমদিন বিশ্রাম করেই কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা।

সেখানকার আবহাওয়া অনেকটা ঢাকার মতোই হবার কারণে বাড়তি চ্যালেঞ্জ থাকছে না বাংলাদেশ দলের জন্য।

গেল নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ।

তাই কন্ডিশনের সাথে অভ্যস্ততা খুব বেশি কঠিন হবার কথা নয় টাইগারদের জন্য। সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে শান্ত-তাসকিনদের। এরপর তাদের গন্তব্য পাকিস্তান।

ইএ