পরিবর্তন হচ্ছে আইপিএলের সূচি

ক্রিকেট
এখন মাঠে
0

আবারো পরিবর্তন হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্টের মধ্যে অন্যতম আইপিএলের সূচি। শুরুতে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি ঠিক করা হয়।

আবারো পরিবর্তন হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্টের মধ্যে অন্যতম আইপিএলের সূচি। শুরুতে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি ঠিক করা হয়।

তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুযায়ী একদিন পিছিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইপিলের ১৮ তম আসর।

তবে এখন পর্যন্ত বিসিসিআিইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমগুলোর খবর একদিন পেছালেও উদ্বোধনী ম্যাচের ভেন্যু ইডেন গার্ডেনেই থাকছে।

বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আসন্ন আসরের ম্যাচ শুরুর দিন পিছিয়ে গেলেও ফাইনাল পূর্ব নির্ধারিত ২৫মে আয়োজনের কথাই আছে।

ইএ