চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

ক্রিকেট
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বিসিবি। আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নাজমুল হোসেন শান্তর ডেপুটির নাম।

জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও আছে মিরাজের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন তিনি।

সফরে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের নেতৃত্বেই টেস্ট সিরিজ ১-১ এ ড্র করে টাইগাররা।

এছাড়াও গেল বছর আফগানিস্তানের বিপক্ষে আমিরাতে তৃতীয় ওয়ানডেতে শান্তর অনুপস্থিতিতে দলের দায়িত্ব ছিল মিরাজের কাঁধেই।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় দলের অনুশীলনের সুবিধার্থে মূল স্কোয়াডের সাথে দুবাই যাবেন দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

ইএ