চিটাগংয়ের দেয়া বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। ৪৯ বলে ৭৬ রানের জুটি গড়েন তারা।
ডেভিড মালান ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও দলের হাল ধরেন কাইল মায়ার্স। ২৮ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
শেষের দিকে চাপে পড়ে বরিশাল। অবশ্য চাপ সামলে নেন রিশাদ হোসেন। তার ব্যাটেই জয় পেয়েছে বরিশাল।
এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।