বিপিএল ফাইনালের টিকিট নিয়ে মিরপুরে উত্তেজনা, অবরোধ-অগ্নিসংযোগ

ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএল ফাইনালের টিকিট সংকটে আবারও উত্তপ্ত মিরপুর স্টেডিয়াম। টিকিট না পেয়ে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে টিকিট প্রত্যাশীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। তবে দর্শকদের দাবি, কালোবাজারির কারণে খেলা উপভোগে বঞ্চিত হচ্ছে তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে দর্শকদের দৌড়। পরিস্থিতি এতোটাই বেগতিক যে পায়ের জুতা রেখেই পালাতে বাধ্য হয়েছেন অনেকেই।

আজ (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) ফরচুন বরিশাল -চিটাগং কিংসের মেগা ফাইনালের আগেই যেন শুরু হয়েছে উত্তেজনা। ভোররাতে টিকিটের লাইনে দাঁড়িয়েও সোনার হরিণের দেখা পাননি দুই দলের সমর্থকেরা। তাই টিকিটের দাবিতে মিরপুর ১০ নম্বর সড়ক অবরোধ করে অবস্থান নেয় তারা।

দর্শকদের অভিযোগ কালোবাজারিতে ছেয়ে গেছে দেশের ক্রিকেট। টিকিট নিয়ে এবারের আসরে দর্শকদের আগ্রহটা যেন অন্য সব আসরের চেয়ে বেশি। দর্শকদের দাবি, টিকিট শেষ হওয়ার ঘোষণা একদিন আগে দিলেই হয়তো ভোগান্তির শিকার হতেন না তারা।

ইএ