চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে ফিরছেন মুশতাক

ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তানের কিংবদন্তী স্পিনার মুশতাক আহমেদের ওপর আবারো ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন এই সাবেক ক্রিকেটার। আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে মুশতাকের।

২০২৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী লেগ স্পিনার মুশতাক আহমেদ।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের স্পিন বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। তার হাত ধরেই বিশ্বমঞ্চে নিজেকে আলাদাভাবে চেনান টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। তাই স্পিন বিভাগের উন্নতিতে এখনও মুশতাকের ওপরই ভরসা রাখছে বিসিবি।

যদিও ইতিমধ্যে মিরপুরের একাডেমি মাঠে সহকারী কোচ সালাউদ্দীনের অধীনে কাজ শুরু করেছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার। আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে নাজমুল হোসেন শান্তর দল।

এএম