হায়দার আলীর টানা চার ছয়ে চিটাগং কিংসের স্বস্তি জয়। পাকিস্তানি এই ব্যাটারের ১৮ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসে জয় নিয়ে রাজার বেশেই মাঠ ছেড়েছে কিংসরা। পুরো টুর্নামেন্ট জুড়ে গতি আর লেন্থে ব্যাটারদের নাভিশ্বাস তোলা নাহিদ রানা-আকিভ জাভেদরা একবারেই মলিন পারভেজ ইমন-হায়দার আলীদের সামনে।
বৃথা গেছে রাইডার ইফতেখারের কষ্টার্জিত হাফ সেঞ্চুরি। বিপিএলে ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করে যাওয়া ইফতেখার আহমেদের ৬৫ রানের ইনিংসও আটকাতে পারেনি রংপুরের হারের হ্যাটট্রিক। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ জয়ে বড় অবদান আছে আলিস-শরিফুলদেরও।
নবী-তানভির ও ফাহিম আশরাফদের ত্রিমুখী বোলিং আক্রমণে কুপোকাত ঢাকা ক্যাপিটালস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চলমান বিপিএলে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে থিসারা পেররার দল। জ্বলে উঠতে পারেননি লিটন দাস-তানজিদ তামিমরা। ফলে ঢাকার নাম উঠেছে লজ্জার রেকর্ডে।
মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ডেভিড মালানের ১৬ বলে ৩৭ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় বরিশাল। বিদায় নিশ্চিত হয় ঢাকা ক্যাপিটালসের। সেই সাথে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তামিম ইকবালের দল।