ক্রিকেট
এখন মাঠে
0

সুপার সিক্সে ভারতের বিপক্ষে কাল মাঠে নামছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। কুয়ালালামপুরে ম্যাচটি শুরু হবে রোববার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায়।

নেপালকে হারিয়ে আসরে যাত্রা শুরু করলেও, পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে টাইগ্রেস কিশোরীরা। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় সুমাইয়া আক্তারের দল।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক থাকতে হবে তাদেরকে। বয়স পর্যায়ে এর আগে তিনবারের দেখায় একবার জয় পেয়েছিল বাংলাদেশের কিশোরীরা। তবে জান্নাতুল মাওয়া ছাড়া সে দলের কেউ নেই বর্তমান দলে।

ম্যাচে জিততে ফাহমিদা ছোঁয়া-সুমাইয়া আক্তারদের ব্যাটিংয়ের পাশাপাশি নিশিতাদের বোলিংয়ের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।

এএম