ক্রিকেট
এখন মাঠে
0

রোহিত-ভিরাট কোথায় থামবেন সিদ্ধান্তটা তাদেরই: কাপিল দেব

রোহিত শর্মা-ভিরাট কোহলি কোথায় থামবেন, সিদ্ধান্তটা তাদেরই। আর নাহয় নির্বাচকদেরই নিতে হবে সাহসী সিদ্ধান্ত। ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটারের অবসর নিয়ে এমনই মন্তব্য করেছেন ৮৩'র বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক কাপিল দেব।

সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে কোহলি-রোহিতের অবসর নিয়ে খোলামেলা কথা বলেছেন কিংবদন্তী এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘আমি এই ব্যাপারে মন্তব্য করার কেউ না। তারা নিজেদের ভালো জানেন, আর নির্বাচকরা জানে। যদি তারা (কোহলি-রোহিত) ব্যাপারটাকে টানতে চায়, তাহলে নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে। আর যদি তারা মনে করে তাদের মধ্যে এখনো ক্রিকেটটা রয়েছে, তাহলে সেটা পারফরম্যান্সে দেখাতে হবে। ঘটনাটা ২৫ বছর বয়সে হলে মানুষ কিছুই বলতো না। কিন্তু এই বয়সে ঘটলে মানুষ কথা বলবেই । তবে আমার মনে হয়, তারা কিংবদন্তী। কিছুটা বাড়তি সুযোগ তারা পেতেই পারে।’

এএইচ