ক্রিকেট
এখন মাঠে
0

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড জমা দেয়ার ঘোষণা আইসিসির

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১২ জানুয়ারি অংশগ্রহণকারী ৮ দলকে স্কোয়াড জমা দেয়ার ঘোষণা দিয়েছে আইসিসি। দীর্ঘ জটিলতার পর চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

হাইব্রিড মডেলে হবে এবারের আসর। আইসিসির ঘোষণা অনুযায়ী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দল গুলো নিজেদের স্কোয়াড ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবে।

তবে এই সময়ের পর কোনো পরিবর্তন আনতে চাইলে দরকার হবে আইসিসির অনুমোদন। ফ্রেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে এবারের আসর। খেলা হবে পাকিস্তানের তিন ভেন্যু করাচি,লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এছাড়া ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের দুবাইয়ে।

এএম