ক্রিকেট
এখন মাঠে
0

চায়ের দেশ সিলেটে বিপিএলের দ্বিতীয় পর্ব শুরু

চার ম্যাচডের পর শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। বিপিএল এবার পা রাখছে চায়ের দেশ সিলেটে। ঢাকা পর্ব শেষে ব্যাটে-বলে এগিয়ে কারা? কেমন হলো এবারের বিপিএলের শুরুটা?

প্রত্যাশার ডালপালা মেলে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। চার ম্যাচডে তে হয়েছে মোট ৮ ম্যাচ। অংশ নেওয়া ৭ দলের মধ্যে সিলেট ছাড়া সব দলই খেলেছে অন্তত দু'টি করে ম্যাচ। চার ম্যাচ ডের পর শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। অসাধারণ সৌন্দর্যে মণ্ডিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত এবার বিপিএলের উন্মাদনার জন্য।

বিপিএলের ঢাকা পর্বে টিকিট নিয়ে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দর্শকদের মাঝে উত্তেজনা ছিল চরমে। ম্যাচ টিকিটের জন্য ভাঙচুর, অগ্নিসংযোগ, সবই করেছে বিক্ষুব্ধ সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকেও। অপ্রত্যাশিত হলেও, দর্শকদের এমন ভালোবাসা নিশ্চয়ই ক্রিকেটের জন্য সুখবরই।

বিপিএলে দর্শকদের আক্ষেপ থাকে রানের। মিরপুরে রান খড়া প্রশ্নবিদ্ধ করে পিচের মান। তবে একাদশতম আসরে ব্যতিক্রম বিপিএল। ৮ ম্যাচের ৩টিতে ২০০ ছাড়ানো স্কোর দেখেছে দর্শকরা। ৭টিতেই ছিল দেড়শো ছাড়ানো স্কোর।

৩ ইনিংসে ১৪৬ রান করে ব্যাটারদের তালিকায় সবার উপরে রাজশাহীর আনামুল বিজয়। ১৪১ রান করে তালিকার দুইয়ে থিসারা পেরেরা। ২ ম্যাচে ১৪১ রান করে ৩ নম্বরে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান ওসমান খান।

৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে সবার উপরে তাসকিন আহমেদ। ৭ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রংপুরের খুশদিল শাহ। ৬ উইকেট নিয়ে ৩ নাম্বারে লোকাল স্পিড গান নাহিদ রানা।

ঢাকা পর্বটা সবচেয়ে ভালো কেটেছে রংপুর রাইডার্সের। ৩ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে রংপুর। ২ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের দুইয়ে খুলনা। ২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে টেবিলের ৩ ও ৪ নম্বরে যথাক্রমে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। ৩ ম্যাচে ১ জয়ে তালিকার পাঁচে দুর্বার রাজশাহী। ৩ ম্যাচে ৩ পরাজয়ে তালিকার তলানিতে ঢাকা । একটি মাত্র ম্যাচ খেলে হেরে সবার শেষে সিলেট স্ট্রাইকার্স।

এবার নয়নাভিরাম চায়ের দেশে পর্দা উঠবে বিপিএলের দ্বিতীয় পর্বের। ৯ মার্চ বেলা দেড়টায় প্রথম ম্যাচে সিলেটের মুখোমুখি হবে রংপুর। একই দিনে সন্ধ্যা সাড়ে ছটায় দ্বিতীয় ম্যাচে লড়বে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল।

এএইচ