ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

অধিনায়কত্ব নিয়ে দেশের ক্রিকেটের আলোচনা যেন চলছেই। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের পর অবশেষে টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত।

গণমাধ্যমে শান্ত'র এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

গত বছর ফেব্রুয়ারিতে তিন সংস্করণে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল নাজমুল শান্তকে। তবে এক বছর না যেতেই এক ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিবি সভাপতি জানান, টি-টোয়েন্টি ছাড়লেও বাকি দুই সংস্করণে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান শান্ত। আর তাতে সম্মতি জানিয়েছেন বোর্ড সভাপতি।

এএম