ক্রিকেট
এখন মাঠে
0

বর্ডার-গাভাস্কার ট্রফি: ১২ বছরে প্রথম শিরোপা হারানোর শংকায় ভারত

প্রেস্টিজিয়াস বর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধারের পথে অস্ট্রেলিয়া। আর তাতে বিপদে ভারত। ১২ বছরে এই প্রথমবার শিরোপা হারাতে বসেছে ভারতীয়রা। সঙ্গে হাত থেকে ফসকে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও।

মাঠের ভেতর ও বাইরের নানা বিতর্ক ও আলোচনা মেলবোর্নে বক্সিং ডে টেস্ট উত্তেজনার পারদকে করেছিলো ঊর্ধ্বমুখী। এক দশকের মধ্যে প্রথমবার বর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের হাতছোঁয়া দূরত্বে অস্ট্রেলিয়া। চা বিরতির আগেও ভারতের ড্রয়ের স্বপ্ন এক সেশনেই ধুলোয় মিশিয়ে দেয় অজিরা।

১২১ রানে ৪ উইকেট হারানো ভারত মাত্র ৩৪ রানে হারিয়েছে বাকি ৬ উইকেট। রেকর্ড দর্শকের সামনে সফরকারীদের ১৫৫ রানে অলআউট করে ১৮৪ রানের দারুণ জয় তুলে নেয় কামিন্সের দল।

১৯৩৭ সালে বক্সিং ডে টেস্টে ৫ দিনে সর্বোচ্চ উপস্থিতি ছিল ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ জনের। ২০২৪ সালে ছাড়িয়ে গেলো আগের রেকর্ড। ৫ দিনে মেলবোর্নে দর্শক উপস্থিতি ৩ লাখ ৭৩ হাজার ৬৯১।

ভারত হারায় তাদের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার কাজটা এখন আরও জটিল। ১১ ম্যাচে ৭ জয় নিয়ে সবার উপরে দক্ষিণ আফ্রিকা। ১৮ ম্যাচে ৫২ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে রোহিত শর্মার দল। দক্ষিণ আফ্রিকা ১০ ম্যাচে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আর ১৬ ম্যাচে ৬১ দশমিক ৪৬ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া।

আগের চারটি বর্ডার-গাভাস্কার ট্রফির মধ্যে চারটিই জিতেছে ভারত। এর মধ্যে দুটি ভারতে ও দুটি অস্ট্রেলিয়ায়। সর্বশেষ ২০২৩ সালের শুরুর দিকে হোম সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১-এ হারায় ভারতীয়রা। এছাড়া ২০১৯ ও ২০২১ সালে টানা দুবার অস্ট্রেলিয়ার মাঠ থেকে ২-১-এ টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব দেখান বিরাট কোহলি, রোহিত শর্মারা।

সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে।

এএইচ