ক্রিকেট
এখন মাঠে
0

দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান

সায়েম আইয়ুব ও আঘা সালমানের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

প্রথমে দুই ওপেনার টনি জর্জির ৩৩ ও রিকেলটনের ৩৬ রানের সুবাদে দারুণ শুরু করে প্রোটিয়ারা। নিয়মিত বিরতিতে উইকেট হারালে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩৯ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

সালমান আঘা ৩২ রানে নেন ৪ উইকেট। এছাড়া ২ উইকেট নেন আবরার আহমেদ। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন ক্লাসেন।

জবাবে ব্যাটিং নেমে অসাধারণ এক সেঞ্চুরি করেন সায়েম আইয়ুব। ১১৯ বলে ১০৯ রান করে রাবাদার বলে শামসির হাতে ক্যাচ দেন তিনি। শেষ দিকে ৯০ বলে ক্যারিয়ার সেরা ৮২ রান করেন সালমান আঘা। ৩ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

এসএস