যেন পুরনো চেহারায় ফিরছিলেন তিনি। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেভাবে ঝলক দেখাতে পারেননি। ১১ রান করে রানআউটের শিকার হন। তার আগে প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন ৪৩ রানের ঝকঝকে ইনিংস। তবে দেশে ফেরার আগে দুর্ভাগ্য সঙ্গী হচ্ছে তার।
বিসিবি জানিয়েছে, ইনিংসের ৭ম ওভারে ক্যাচ নেয়ার সময় ডান হাতের আঙুলে ব্যথা পান সৌম্য। যে কারণে তার আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে সৌম্যর লেগে যেতে পারে ৩ থেকে ৪ সপ্তাহ।