ক্রিকেট
এখন মাঠে
0

মাঠে গড়িয়েছে এনসিএল, তবে দর্শক আগ্রহ কম

মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসর। দীর্ঘদিন পর এই আসরের মাধ্যমে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। তবে প্রথমদিনে টুর্নামেন্টকে ঘিরে আগ্রহ দেখা যায়নি দর্শকদের মাঝে। উল্টো টিকেট কাউন্টারে ভুল তথ্য পেয়ে বিভ্রান্ত হচ্ছেন অনেকে।

ঢাকঢোল পিটিয়ে, জমজমাট পূর্ণ ট্রফি উন্মোচন দিয়ে প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে এনসিএলের টি-টোয়েন্টি আসর।

তামিম-মুশফিক-শান্তদের সংযুক্তি দেশের ঘরোয়া ক্রিকেটে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

চায়ের দেশে আজ (বুধবার, ১১ ডিসেম্বর) শুরু হওয়া এই টুর্নামেন্টকে ঘিরে দেশের ক্রিকেট বোর্ডের চেষ্টার কোনো কমতি না হলেও মাঠে দর্শকদের উপস্থিতি তৈরি করতে পারে হতাশা।

দেশিয় তারকা ঠাসা এই টুর্নামেন্টকে ঘিরে সিলেটে দেখা মেলেনি দর্শকদের মাঝে কোনো উত্তেজনা।

সকালে স্টেডিয়ামের গেইটে টিকিট হাতে কিছু দর্শকের দেখা মিললেও কথা বলে জানা যায় টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানে কর্মরত তারা।

প্রধান সড়কে উপস্থিত টিকিট কাউন্টারে অবশ্য টিকিট কাটতে দেখা গেছে দুই-তিন জন ক্রিকেটপ্রেমীকে। তাদের অভিযোগ, সঠিক প্রচারণার অভাবেই টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের আবেদন কম।

একজন দর্শক বলেন, 'সিলেটে এটার প্রচারণা খুব কম হয়েছে। প্রচারটা ঠিকমতো করা গেলে আরও বেশি দর্শক আসতো মাঠে।'

একে তো দর্শক কম তার মাঝে টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তিদের ভুল তথ্যে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ছে দর্শকরা।

এক টিকিটে যেকোনো একটি ভেন্যুতে দেখা যাবে ম্যাচ, চাইলেই যাওয়া যাবে না দুই ভেন্যু মতে, কাউন্টার থেকে দেয়া এই তথ্যের পর দর্শককে বিপাকে পড়তে দেখা যায়।

তথ্যের সত্যতা যাচাই করতে বোর্ডের টুর্নামেন্ট কমিটির দায়িত্বে থাকা মিনহাজুল আবেদিন নান্নুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বোর্ড থেকে দেয়া হয়নি এমন কোনো নির্দেশনা। দর্শকরা চাইলেই দেখতে পারবেন দুই ভেন্যুতে খেলা।

এসএস