সদ্য শেষ করা সাদা পোষাকের জয়ে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ। ক্যারিবীয় দীপপুঞ্জে ২০০৯ সালের পর টেস্ট জয়। এবার সাদা বলে দুই বছরের বেশি সময় পর উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবে মিরাজ, লিটন দাসরা।
পরিসংখ্যান অনুযায়ী ওয়ানডে ফরম্যাটে সমানে সমানে টক্করের আভাস মিলছে। একদিনের আন্তর্জাতিকে ৪৪ বার মুখোমুখি হয়েছে দুদল। সমান সমান ২১ বার জয় তুলে নিয়েছে উইন্ডিজ ও টাইগাররা।
তবে সবশেষ দুই সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করার রেকর্ড-ই চলতি সিরিজ শুরুর আগে বাড়তি অনুপ্রেরণা জোগাবে লাল সবুজের প্রতিনিধিদের।