ক্রিকেট
এখন মাঠে
0

আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা। ২য় টি-টোয়েন্টিতে ৪৭ রানে হেরেছে দল। এরফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত হলো আইরিশদের।

সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নামে আয়ারল্যান্ডের মেয়েরা। শুরুতে ধীরস্থির ব্যাট চালান দুই ওপেনার অ্যামি হান্টার ও গ্যাবি লুইস।

তাদের ৩৪ রানের জুটি ভাঙেন নাহিদা। তবে ওরলা প্রেন্ডারগাস্টের ঝোড়ো ৩২ আর লরা ডিলানির ৩৫ রানে চড়ে ১৩৪ রানের সংগ্রহ পায় আইরিশ মেয়েরা।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। আবারও ব্যাট হাতে ব্যর্থ ওপেনার সোবহানা মোশতারি।

দিলারা, জ্যোতি, তাজনেহাররাও দলের হাল ধরতে পারেননি। ইনফর্ম শারমীন সুপ্তার ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান।

যদিও সেটি দলকে জেতাতে ব্যর্থ। মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় টাইগ্রেসরা।

ইএ