গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে খুশদিল শাহ'র হাফসেঞ্চুরিতে ১১৭ রান তুলেছিলো রংপুর রাইডার্স। দলের অন্য ব্যাটারদের ব্যর্থতায় রংপুর রাইডার্সের সামনে তখন টুর্নামেন্টে টানা তৃতীয় হারের শঙ্কা।
তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাইডার্স বোলার কামরুল ইসলাম রাব্বী। নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে পরপর তিন বলে মঈন আলী, প্রিটোরিয়াস ও হেটমায়ারকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করে ম্যাচে ফেরান নুরুল হাসান সোহানদের।
গায়ানা অধিনায়ক শাই হোপ একপ্রান্ত আগলে রেখে চেষ্টা করলেও শুরুর বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি গায়ানা। শেষ ব্যাটার হিসেবে রোমারিও শেইফার্ডকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে জয় নিশ্চিত করে ম্যাচে ৪ উইকেট শিকার করেন রাইডার্স বোলার রাব্বী।