ক্রিকেট
এখন মাঠে
0

দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টে ফিরছেন বাবর আজম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আগে তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিরিজ দিয়ে আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন সাবেক পাক অধিনায়ক বাবর আজম।

সিরিজে ৩ টি-টোয়েন্টি, ৩ ওডিআই ও ২ টেস্টে লড়াই করবে দুই দল। আগামী ১০ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। শেষ টেস্ট ৩ জানুয়ারি শুরু হয়ে চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

এই সিরিজ দিয়ে আবারও তিন ফরম্যাটে দলে ফিরলেন বাবর আজম। টেস্টে শেষ ১৮ ইনিংসে কোনো ফিফটি না পাওয়া বাবরকে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্ট থেকে বাদ দিয়েছিল পিসিবি।

তবে দুই টেস্ট পর আবারও সুযোগ পেলেন তিনি। এছাড়া প্রায় তিন বছর পর আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ আব্বাস। সবশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে ছিলেন এই পাক পেসার।

এএইচ