নাহিদ রানা বলেন, 'আমরা এখন একটা ভালো জায়গায় আাছি। এখান থেকে আমরা যদি টোটাল ২৫০ রানের ওপরে যেতে পারি তাহলে চতুর্থ দিনে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা ডিফিকাল্ট হবে।'
তিনি বলেন, 'এ উইকেটে বেশিকিছু ট্রাই না করে লাইন টু লাইন বোলিং করা এবং ব্যাটসম্যানকে রুম না দিয়ে রান ছাড়ার বোলিং করলে ব্যাটম্যানরা অনেক কিছু ট্রাই করার চেষ্টা করে।'
আমি মনে করি এখানে বোলারদের ওত কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বোলিং করা ভালো হবে।'