ব্যাটসম্যান

'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের প্রাথমিক লক্ষ্য আড়াইশো রান করা'

জ্যামাইকায় স্বপ্নের মতো দিন কাটিয়েছে বাংলাদেশ। আর সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ রানা। সঠিক জায়গায় বল করে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান নাহিদ রানা। জানান, দলের প্রাথমিক লক্ষ্য আড়াইশো রান করা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিওতে একথা বলেন তিনি।

নিজের দায়িত্ব পালনে ভালো খেলার চেষ্টা করেন, জানালেন সাকিব

কারো সমালোচনার জবাবে নয়; বরং নিজের দায়িত্ব পালনে ভালো খেলার চেষ্টা করেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর টাইগার অলরাউন্ডার জানান, দলের জয়ে ভূমিকা রাখাই সবচেয়ে বড় ব্যাপার। কে কি বললো সেটা নিয়ে ভাবেন না বলেও জানান বাংলাদেশ দলের অলরাউন্ডার।