ক্রিকেট
এখন মাঠে
0

গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে রংপুর রাইডার্স

গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। এর আগে গ্লোবাল সুপার লিগের অভিষেক ম্যাচেই সুপার ওভারে হারের তিক্ত স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স।

পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলে প্রায় জেতা ম্যাচ হেরে যায় সৌম্য-সোহানরা। প্রথমে ব্যাটিং করে শান মাসুদের ৫৬ ও আলি ওরের ২৮ রানে ভর করে ১৩২ রান করে হ্যাম্পশায়ার।

২৩ রানে ৫ উইকেট নিয়ে হ্যাম্পশায়ারের ব্যাটিংয়ে ধস নামান জ্যাক চ্যাপেল। জবাবে ব্যাটিং এ নেমে উড়ন্ত সূচনা করলেও বেশিদূর যেতে পারেননি টেইলর-সৌম্যরা।

শেষ দিকে অধিনায়ক সোহান ও খুশদিল শাহের ব্যাটিংয়ে স্কোর টাই হলে সুপার ওভারে গড়ায় ম্যাচ। সুপার ওভারে রংপুরের দেওয়া ১২ রানের লক্ষ্য অনায়াসে পার করে ভিক্টোরিয়া।

কোচ মিকি আর্থার ও আশরাফুলের দীক্ষায় উজ্জীবিত রাইডার্সরা রাতে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে হ্যাম্পশায়ারের মুখোমুখি হবে ।

এএইচ