মধ্য-দুপুরে মিরপুরের আকাশজুড়ে অন্ধকার। বিকেল গড়াতে কুয়াশায় ঢাকা পড়ার আভাস। তবে বাংলাদেশের মেয়েদের মুখে উজ্জ্বল হাসি। আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পাশাপাশি সিরিজটাও দখলে নিলেন জ্যোতি-পিংকি-সুপ্তারা।
আইরিশদের ছুঁড়ে দেয়া লক্ষ্যটা মাঝারি মানের। সেটি তাড়া করতে নেমে মাত্র ১৫ রানেই মুর্শিদার উইকেট হারায় টাইগ্রেসরা।
তবে আগের ম্যাচের মত এদিনও উইকেট আগলে দাঁড়িয়ে যান পিংকি ও সুপ্তা। ব্যাক টু ব্যাক ফিফটি তুলে নেন ওপেনার পিংকি। বরাবর ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
প্রথম ওয়ানডেতে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছিলেন। এবার ৭ রানের জন্য ফিফটিবঞ্চিত হলেন শারমীন সুপ্তা। তবে পিংকির সঙ্গে তার ৮৫ রানের জুটিটাই জয়ের ভিত গড়ে দেয়।
জ্যোতির ৪০ রানের ক্যাপ্টেন্স নক আর স্বর্নার অনবদ্য ২৯ রানে, সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেয় টাইগ্রেসদের।
এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। শুরুতেই দলীয় অধিনায়ক ওপেনার গ্যাবি লুইসের উইকেট হারায় আইরিশরা। এরপর ১১ তম ওভারে বল হাতে নিয়েই এলবিডব্লিউর ফাঁদে ফেলে সারা ফোর্বসকে সাজঘরের পথ দেখান নাহিদা আক্তার।
তবে প্রেন্ডারগাস্ট ও অ্যামি হান্টারের ৯৫ রানের জুটিতে ম্যাচে ফেরে সফরকারীরা। হান্টারের ৬৮ ও প্রেন্ডারগাস্ট- লরা ডিলানির ত্রিশোর্ধ্ব ইনিংসে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের পুঁজি পায় আইরিশ মেয়েরা। তবে জ্যোতিদের বিপক্ষে জয়ের জন্য এই সংগ্রহ মোটেও যথেষ্ট ছিল না।