ক্রিকেট
এখন মাঠে
0

প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ (বুধবার, ২৭ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৫২ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৯৮ রানে গুটিয়ে যায় আইরিশ নারীরা। ৯৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা বাংলাদেশের শারমিন সুপ্তা।

লম্বা বিরতির পর ওয়ানডে ক্রিকেটের প্রত্যাবর্তনের ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মিরপুরের উইকেট আর বাংলাদেশের বোলিং শক্তি বিবেচনায় সফরকারী আয়ারল্যান্ডের কাছে সেটা ম্যামোথ টোটাল, লক্ষ্যটা দাঁড়ায় পাহাড়সম।

শুরুটা বেশ সাবধানি, ৫৯ রানের পার্টনারশিপ গড়তেই শেষ ম্যাচের এক তৃতীয়াংশ। তবে সেটাই জ্যোতিদের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে। আর দুর্দান্ত কামব্যাক ইনিংসে পুরো আলো কেড়েছেন শারমিন আক্তার সুপ্তা।

৪ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও অসাধারণ ৯৬ রানের ইনিংসে শারমিন সুপ্তা দলকে এনে দিয়েছেন রেকর্ড সংগ্রহ। যেখানে ১৩ ওয়ানডে পর কাউ কর্ণারের উপর দিয়ে স্বর্ণার বিশাল ছক্কা ইনিংসের অন্যতম ট্রেডমার্ক হয়ে থাকবে। স্মৃতিচারণ করাবে কার্ডিফে অজিদের বিপক্ষে ২০০৫ সালে সেই ম্যাচ জেতানো ছয়ের কথা।

কথা ছিল আয়ারল্যান্ডকে স্পিন অ্যাটাকে কাবু করবেন জ্যোতিরা.কিন্তু প্রথম ধাক্কাটা দেন মারুফা আক্তার, এরপর একে একে দৃশ্যপটে নাহিদা আক্তার, সুলতানা খাতুনরা। পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে লেখা হলো আইরিশ বধের গল্প।

শারমিন সুপ্তা, মারুফা আক্তার, সুলতানা খাতুনরা নিজেদের ব্যক্তিগত মাইলফলকগুলো মিস করলেও সর্বোচ্চ রান করে দলীয় মাইলফলকটা ঠিকই স্পর্শ করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে এনে দিয়েছেন প্রত্যাশিত জয়।

শুরুটা দারুণ হলো এবার পরিকল্পনা অনুযায়ী আয়ারল্যান্ড সিরিজ শেষ করতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার আরও সন্নিকটে পৌঁছবে বাংলাদেশ। তারপরের যাত্রা রোডস টু ওয়েস্ট ইন্ডিজ।

এএম