ক্রিকেট
এখন মাঠে
0

কাল বর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত

আগামীকাল (শুক্রবার, ২২ নভেম্বর) বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। হাই-ভোল্টেজ সিরিজ নিয়ে ক্রিকেট বিশ্বের উন্মাদনা তুঙ্গে। সিরিজের সাথে জড়িয়ে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যতও।

বর্ডার-গাভাস্কার ট্রফি ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটের অভিজাত সিরিজ!

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও ভারতের প্রভাব, ক্রিকেটীয় সাফল্য, মাঠের ও মাঠের বাইরে কথার লড়াই, আয়োজনের বাড়াবাড়ি পাশাপাশি বিতর্ক আর গুরুত্ব বিবেচনায় অ্যাশেজের পরেই স্থান এই সিরিজের।

দুই কিংবদন্তী ক্রিকেটার অ্যালান বর্ডার ও সুনীল গাভাস্কারের নামানুসারে নামকরণ করা হয় মর্যাদাপূর্ণ এই টেস্ট সিরিজের। ১৯৯৬-৯৭ মৌসুমে বর্ডার-গাভাস্কার ট্রফির যাত্রা শুরু হলেও ২০০০-০১ সালে চতুর্থ আসরে এসে দুই দলের প্রতিদ্বন্দিতা ভিন্নমাত্রা পায়।

ম্যাথু হেইডেন, লক্ষণদের দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও অতিমানবীয় বোলিং এর সিরিজ সেরা হন হরভজন সিং। অজিদের স্লেজিং কৌশলের পাল্টা জবাবও দেয়া শুরু করে টিম ইন্ডিয়া।

বর্ডার-গাভাস্কারে ষোলোবারের দেখায় একবার শিরোপা ধরে রাখাসহ সর্বাধিক দশবার সিরিজ জিতেছে ভারত। বিপরীতে অজিরা জিতেছে মাত্র পাঁচটিতে। হোম এন্ড অ্যাওয়ে মিলিয়ে সবশেষ চার সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত অপ্রতিরোধ্য। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ঘরের মাঠে কিউইদের কাছে নাস্তানাবুদ হয়ে পরাজয়। ভিরাট-কোহলিদের মতো সিনিয়র খেলোয়াড়দের অফ ফর্ম চিন্তার কারণ ইন্ডিয়ান কোচ গৌতম গম্ভীরের।

মর্যাদা রক্ষার স্নায়ুচাপের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেব-নিকেশ সিরিজের মাহাত্ম্য আরো বাড়িয়ে দিয়েছে। ক্যারিয়ারের পড়ন্ত বেলা জয় দিয়েই রাঙাতে চাইবেন ভিরাট-কোহলিরা । তবে প্রতিপক্ষের স্বপ্নের রঙে জল দিতে সিদ্ধহস্ত প্যাট কামিন্সরা নিশ্চয়ই সেটি চাইবেন না।

এসএস