ক্রিকেট
এখন মাঠে
0

মোহাম্মদ আশরাফুলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নুরুল হাসান

গ্লোবাল সুপার লিগে মোহাম্মদ আশরাফুলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নুরুল হাসান সোহান। এছাড়াও রিশাদ-মাহেদিদের স্পিন আক্রমণ দলকে বাড়তি সুবিধা দিবে। গায়ানায় পাঁচ দলের টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন রাইডার্স অধিনায়ক।

সংবাদ সম্মেলনে নুরুল হাসান বলেন, ‘আশরাফুল ভাইয়ের মতো একজন মানুষ যিনি এত বছর আন্তর্জাতিক পর্যায়ে খেলে এসেছেন, অনেক অভিজ্ঞতা রয়েছে। তার মতো একজন মানুষ টিমের সাথে থাকা সব প্লেয়ারের জন্য ইজি হচ্ছে।’

তিনি বলেন, ‘গত তিন চারদিনের অনুশীলনে অনেক কিছু জানতে পেরেছি। ইন ফিউচার আমাদের সবার জন্য এগুলো আরো কাজে লাগবে।’

রিশাদের বিষয়ে সোহান বলেন, লাস্ট কয়েকটা টি-টোয়েন্টিতে রিশাদ ভালো পারফর্ম করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের দলে শেখ মেহেদি আছে। আমার কাছে মনে হয় স্পিনিং সাইডটা এক্সপেরিয়েন্সড। তো সেখানে আমরা ভালো একটা খেলা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

এএইচ