ক্রিকেট
এখন মাঠে
0

এক বছরে ৩টি টি–টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড স্যামসনের

টি–টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে তিনটি সেঞ্চুরি করেছেন সানজু স্যামসন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৩৫ রানের রেকর্ড গড়া জয়ে সেঞ্চুরি করে বড় অবদান রেখেছেন স্যামসন। ৫৬ বলে অপরাজিত ১০৯ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে ছিল ছয়টি চার ও নয়টি ছক্কা।

এর আগে গত ৮ নভেম্বর ডারবানে ১০৭ করেছিলেন স্যামসন। এছাড়া গত ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ১১১ রান করেন এই ওপেনার।

গতকাল (শুক্রবার, ১৫ নভেম্বর) আরও একটা রেকর্ড গড়েছেন স্যামসন। তবে সেটা তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি গড়েছেন তারা। যা টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ।

এসএস