ক্রিকেট
এখন মাঠে
0

আফগানিস্তানকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

মাহমুদুল্লাহ রিয়াদ আর মিরাজের ব্যাটিং দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানিস্তানকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। জবাবে কিছুক্ষণ পর ব্যাট করতে নামবে আফগানরা।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ফিফটি রান এনে দেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। তবে দলীয় ৫৩ রানে ২৪ রান করে আউট হন সৌম্য। পরের দুই ওভারে তানজিদ তামিম আর জাকির হাসানও ফিরে যান। ব্যাট হাতে আরো একবার ব্যর্থ তাওহীদ হৃদয় আউট হন ৭ রান করে।

৭২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে উদ্ধার করেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি মিরাজ ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

১৪৫ রানের জুটি গড়ে, ব্যক্তিগত ৬৬ রানে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে রিয়াদ খেলেন ৯৮ রানের ইনিংস। তার ব্যাটে চড়ে ২৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

এএইচ