সিরিজ কিংবা কোনো টুর্নামেন্টের আগে মাঠের বাহিরের আলোচনাটাই যেন পরিণত হয়েছে টাইগার ক্রিকেটের রীতি রেওয়াজে. ব্যতিক্রম হয়নি এবারও। দল নির্বাচন নিয়ে সাংকেতিক প্রতিবাদের পথ বেছে নিয়েছেন শেখ মেহেদী তাইজুলের মতো ক্রিকেট তারকারাও!
তবে মাঠের বাহিরে চলা এসব অস্থিরতায় কান না পেতে মাঠের ক্রিকেটে ফোকাসটাই ধরে রাখতে চান আফগান সিরিজে দলে থাকা ওপেনার জাকির হাসান। দ্বিতীয় বহরে দেশ ছাড়ার আগে মিরপুরের হোম ক্রিকেটে আফগানিস্তান সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান এই তরুণ ক্রিকেটার।
বাংলাদেশ দলের ওপেনার জাকির হাসান বলেন, ‘আমার কাছে মনে হয় যারা টিমে থাকবে, যারা থাকবে না যে যার কাজ নিয়ে ফোকাসড থাকলেই হবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এটাতো আমাদের না, যারা সিলেক্টর বা কর্তৃপক্ষ আছেন তাদের কাজ।’
তিনি বলেন, ‘আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি শারজার উইকেট খুব ভালো হয়।’
এদিকে বিমান বন্দরে ছেলের পিঠে হাত রেখে যেন সাহসই দিয়েছেন আফগান সিরিজে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পাওয়া মেহেদি মিরাজের বাবা মোহাম্মদ জালাল হোসেন। সন্তানের কাঁধে যে এবার গুরু দায়িত্ব, হারের বৃত্ত ভেঙে বাংলাকে জয়ে ফেরাতে মিরাজই হতে পারে দলের ট্রাম্প কার্ড।
সন্তানকে বিদায় দিয়ে ফেরার পথে এখনের ক্যামেরায় বাবা জানালেন, আফগান সিরিজ দিয়েই স্বরূপে ফিরবে টাইগাররা। মধ্যপ্রাচ্যে ছেলের উইলো থেকে সেঞ্চুরিও চান অলরাউন্ডার মিরাজের বাবা।