ক্রিকেট
এখন মাঠে
0

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক মুশফিকের

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। তামিম ইকবালকে টপকে সাদা পোশাকে বাংলাদেশিদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে উঠেছিলেন আগেই।

এবার প্রথম বাংলাদেশি হিসেবে ছয় হাজার রানও করে ফেললেন মুশফিক। মাইলফলক স্পর্শ করতে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক খেলেছেন তিরানব্বই টেস্ট।

টাইগার ব্যাটারদের মধ্যে সেরা পাচেঁ থাকা অন্যান্য ব্যাটারদের মধ্যে 'পাঁচ হাজার একশ চৌত্রিশ' রান নিয়ে নাম্বার দুইয়ে তামিম ইকবাল। শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে সাকিব আল হাসান, মমিনুল হক ও হাবিবুল বাশার।

ইএ