ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দু'দল। অভিজ্ঞতার বিচারে এগিয়ে আছে বাংলাদেশ। টেস্ট সিরিজের হতাশা কাটিয়ে টি-টোয়েন্টিতে ভালো করতে প্রত্যয়ী দল, জানিয়েছেন ব্যাটার তাওহীদ হৃদয়। গোয়ালিয়রে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

ভারতের মাটিতে টেস্টে জিতে যাবে বাংলাদেশ, প্রবল আশাবাদী লোকটাও হয়তো ভাবেননি এমন কিছু। তবে যেভাবে হেরেছে শান্তর দল, সেটিও নিশ্চয়ই কেউ আশা করেনি। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ শুরুর আগে কি তাড়া করছে ক'দিন আগের হতাশা? মানতে চান না তাওহীদ হৃদয়।

বাংলাদেশ দলের ব্যাটার তাওহীদ হৃদয় বলেন, ‘অতীতে কি হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। উইকেট এখানে কি সেই ডিমান্ড করে সেই অনুযায়ী খেলার চেষ্টা করবো।’

পেশাদার ক্রিকেটে অবশ্য পুরনো স্মৃতি মনে গেঁথে এগোনোর সুযোগ নেই। সুযোগ নেই প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট ধারণা না রাখারও। সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের দলটার বেশিরভাগই তরুণ। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতায় তাদের চেয়ে যোজন যোজন এগিয়ে রিয়াদ-লিটন-মোস্তাফিজরা। তবু আইপিএল কাঁপানো হার্ডহিটার অভিষেক শর্মা কিংবা গতিদানব মায়াঙ্ক ইয়াদবদের অস্বীকারের সুযোগ কই?

ব্যাটার তাওহীদ হৃদয় বলেন, ‘প্লেয়ার কে আছে বা নাই আমাদের এইটা মাথায় কাজ করে না। আমরা সবসময় আমাদের দিকটায় ফোকাস করি।’ 

গোয়ালিয়রে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। দুই দলের জন্যই সতর্কতার বিকল্প নেই।

বিশ্বকাপের পর দুই দলই প্রথমবার নামছে টি-টোয়েন্টি খেলতে। ভারতের গায়ে বিশ্বচ্যাম্পিয়নের তকমা, আর বাংলাদেশ কোনমতে দ্বিতীয় রাউন্ড খেলে আসা। তবু প্রতিদ্বন্দ্বিতার আশা করতেই পারেন সমর্থকরা, কারণ ক্রিকেটের গৌরবই অনিশ্চয়তা।

ইএ