ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের উদ্দেশে স্কোয়াডের ১০ ক্রিকেটার

টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ভারতের উদ্দেশে রওনা দিচ্ছেন স্কোয়াডে থাকা ১০ জন ক্রিকেটার। আজ (মঙ্গলবার, ১ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা ছাড়েন তারা। ভারতের মাটিতে পরিসংখ্যান সুখকর না হলেও, এবার আত্মবিশ্বাসী ক্রিকেটাররা।

ভারতের সাথে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান সুখকর নয়। এখন পর্যন্ত দু'দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৪ বার। যেখানে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের জয় মাত্র ১টিতে। তবে সেটা ভারতের মাটিতেই।

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সাফল্য পেতে তাই বিশেষভাবেই প্রশিক্ষণ নিয়েছে বাংলাদেশ।

প্রথমবারের মত জাতীয় দলে ডাক পাওয়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রাকিবুল হাসানের কথাতেও মিলল আত্মবিশ্বাস। বলেন, ‘ভারতের সাথে খেলা প্রস্তুতি ভালোভাবে নেয়া হয়েছে। আমরা সবাই স্কিলে নজর দিয়েছি। কে প্রতিপক্ষ এইসব দেখছি না।’

অনেকটা হঠাৎ করেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার স্কোয়াডে সুযোগ হয়েছিল তানজিম সাকিবের। সমালোচনাকে তোয়াক্কা না করে নিজের জাত চেনানো সাকিব ভারত সিরিজে রাখতে চান অবদান। খেলতে চান টিম গেইম।

বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘লাইন ওয়াইজ ও প্লানিংভাবে বল করতে পারি। সেখানে পেসাররা সর্বোচ্চ দিতে পারবে।’

নিজেদের প্রস্তুতি রাকিবুল-সাকিবরা নিয়েছে ভালোভাবেই। তবে গোয়ালিওর, দিল্লী ও হায়দ্রাবাদে সেই প্রস্তুতির কতটা ফুটিয়ে তুলতে পারবে বাংলাদেশ সেটাই দেখার বিষয়।

ইএ