ক্রিকেট
এখন মাঠে
0

ভারত টেস্ট নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ধর্মীয় সংগঠনের হুমকি নিয়ে চিন্তিত নয় বিসিবি

বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট সিরিজের কানপুরে হতে যাওয়া দ্বিতীয় ম্যাচ নিয়ে ভারতীয় একটি ধর্মীয় সংগঠনের হুমকি থাকলেও চিন্তিত নয় বিসিবি। রিচালক নাজমুল আবেদিন ফাহিম বলছেন, যেভাবে সিরিজ আয়োজন করা হয়েছে, সেভাবেই সফর করবে টিম বাংলাদেশ।

দরজায় কড়া নাড়ছে ভারত সিরিজ। দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির জন্য স্কোয়াড চূড়ান্ত না হলেও ঐচ্ছিক অনুশীলন করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

তবে, ভারতীয় গণমাধ্যমের খবর, কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট না হতে দেয়ার জন্য হুমকি দিয়েছে দেশটির একটি ধর্মীয় সংগঠন। তাদের অভিযোগ, শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন হয়েছে। এজন্য, টেস্ট সিরিজ বাতিলের দাবি জানিয়েছে তারা।

এ নিয়ে কি ভাবছে বাংলাদেশ? বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘সবসময় এরকম কিছু থাকেই। সবদেশের খেলাতেই এরকম কিছু ঘটনা থাকে। আমার মনে হয়না এটা তেমন বড় কোনো হুমকি। আমাদের যেভাবে সফর আয়োজন করা হয়েছে, আমরা সেভাবেই যাব।’

ভারত সিরিজকে সামনে রেখে কবে নাগাদ শুরু হতে পারে ক্যাম্প আর দলে কোনো ইনজুরি সমস্যা আছে কিনা, সেই আপডেট দিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

তিনি বলেন, আমি যতটুকু জানি, ইঞ্জুরির সমস্যা নেই। আশা করছি পুরো দলকেই পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে। বাকি সবাই থাকবে বলে আশা করছি। ৯ তারিখ থেকে টিমের ফুল ফেজ প্র্যাক্টিস হওয়ার কথা।’

ক্রিকেটের যেকোনো ফরম্যাটেই শক্তিশালী দল ভারত। অনুমিতভাবেই বলা যায়, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ভারত সফর। তবে, সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের নিয়ে বেশ আশাবাদী বিসিবি কর্তা। তার মতে, হাসান মাহমুদ-নাহিদ রানাদের দিকে থাকবে প্রতিপক্ষের আলাদা ফোকাস।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘ভারত আগের তুলনায় বাংলাদেশকে আরো সমীহ করবে। আরেকটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে বাংলাদেশকে যেভাবে দেখতো এখন হয়তো সেভাবে দেখবে না।

চন্ডিকা হাথুরুসিংহের কোচিংয়ে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও লঙ্কান কোচের দায়িত্বে থাকা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ, বিসিবি সভাপতি তাকে জাতীয় দলের হেডকোচ হিসেবে রাখার কোনো যৌক্তিকতা দেখেন না। ভারত সিরিজের জন্য শুরু হওয়া বাংলাদেশের ক্যাম্পে হাথুরুসিংহে কি থাকছেন?

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘হেডকোচ আসবেন। এখানেই আসবেন।’

দলের সবাই বাংলাদেশ থেকে ভারতে গেলেও হত্যা মামলার খড়গ মাথায় নিয়ে সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে ভারত গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর