ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করতে চান জেসি

সবশেষ নারী এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচসহ পরিচালনা করেছেন টুর্নামেন্টের ফাইনাল। এছাড়াও এর আগে দায়িত্বে ছিলেন ভারতে অনুষ্ঠিত লিজেন্ডস লিগে। তিনি বাংলাদেশি আম্পায়ার সাথিরা জাকির জেসি। স্বপ্ন দেখছেন বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করার।

বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একাধিক প্রতিবন্ধকতার মধ্যেও এগিয়ে যাচ্ছে নারীরা। তেমনই একজন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। নিজেকে নিয়ে গেছেন নতুন এক উচ্চতায়। দেশের ক্রিকেটের যারা টুকটাক খোঁজ খবর রাখেন তাদের কাছে পরিচিত এক নাম জেসি। দেশের নারী ক্রিকেটের প্রথম দিকের সদস্য ছিলেন তিনি, লাল-সবুজের প্রতিনিধিদের অধিনায়কত্বও করেছেন।

এরপর আম্পায়ারিংয়ে নেমে ইতিহাস তৈরি করেছেন সাবেক এই নারী ক্রিকেটার। নিজের যোগ্যতা প্রমাণ করে ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সাথে মেলে ধরেছেন নিজেকে। সবশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচসহ পরিচালনা করেছেন টুর্নামেন্টের ফাইনাল। কুড়িয়েছেন ম্যাচ অফিসিয়াল ও খেলোয়াড়দের প্রশংসা।

আন্তর্জাতিক ক্রিকেটে দেশের এই নারী আম্পায়ার যখন ব্র্যান্ড হয়ে ওঠার পথে, ঠিক তখনই ঘরোয়া ক্রিকেট লিগে তাকে ঘিরে তৈরি হয় অহেতুক বিতর্ক। তবে এই বিকর্তগুলোই তাকে চাপ সামলাতে পরিপক্ব করেছে বলে মনে করেন তিনি।

জেসি বলেন, 'চাপগুলো সামলে এসেছি সেগুলোই আমাকে এশিয়া কাপ ফাইনাল পরিচালনায় সহযোগিতা করেছে। কারণ আমার কাছে মনে হয় ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে আমাদের ঘরোয়া লিগের ম্যাচেরর চাপ অনেক বেশি। যে কারণে আমি এশিয়া কাপে কোনো চাপ অনুভব করিনি।'

এদিকে চলতি বছরের অক্টোবরে ঘরের মাঠেই গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও আম্পায়ারিংয়ের স্বপ্ন বুঁনছেন জেসি।

তিনি বলেন, 'মিও এটা নিয়েই স্বপ্ন দেখছি। বিসিবিও অনেক আশাবাদী আর আইসিসির সাথে এটা নিয়ে কথাও হয়েছে। এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ আছে। দেশের মাটিতে যেহেতু বিশ্বকাপ তাই ইচ্ছে একটু বেশি।'

এ মুহূর্তে সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমাকে আইসিসির ডেভেলপমেন্ট আম্পায়ার প্যানেলে যুক্ত করা হয়েছে। জেসি স্বপ্ন দেখেন পরবর্তী কোনো টুর্নামেন্টে তার সঙ্গী থাকবেন অন্যরাও।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর