ক্রিকেট
এখন মাঠে
0

দেশে ফিরলো টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত

শুধু বিশ্বকাপই নয়, প্রায় ২০৫ কোটি টাকা জিতে দেশে ফিরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত ক্রিকেট দল। এছাড়া বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান থেকে আসবে আরও অর্থ পুরস্কার। তার আগে রোহিত, কোহলিদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছেন বিশেষ সংবর্ধনা। ছাদখোলা বাসে মুম্বাই শহরের মূল রাস্তা থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হয় আনন্দ মিছিল।

গলা ফাটানো চিৎকার আর স্লোগানে ভারতীয় দলকে স্বাগত জানান ভক্ত সমর্থকরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। প্লেয়ার, সাপোর্ট স্টাফরা এদিন ১০টার পর হোটেল থেকে বেরিয়ে নরেন্দ্র মোদীর বাসভবন ৭ লোককল্যাণ মার্গের উদ্দেশ্যে রওনা দেন।

নরেন্দ্র মোদীর সঙ্গে প্লেয়ারদের দেখা করার কথা কয়েকদিন আগে থাকলেও, হারিকেনের কারণে প্লেয়াররা দেরিতে ভারতে আসেন, এর ফলে এদিন দেখা করতে হয়। প্রায় দুই ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন রোহিতরা।

বিশ্বকাপ জয়ের পর ভারতে আসার পর টিম ইন্ডিয়ার প্লেয়ারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ জার্সি। যেটা বিশ্বকাপের জার্সির মতো হুবহু দেখতে, শুধু বুকে দেশের নামের নিচে লেখা চ্যাম্পিয়ন। এই জার্সি পরেই বিরাট কোহলি, রোহিত শর্মারা দেখা করতে গিয়েছেন নরেন্দ্র মোদীর সঙ্গে।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর টিম ইন্ডিয়ার সদস্যরা রওনা দিয়েছেন দিল্লি বিমানবন্দরের দিকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেয়েছে কোহলিরা বিশেষ সংবর্ধনা। সেখান থেকে তারা যান মুম্বাই। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর সেলিব্রেশন শুরু করেন প্লেয়াররা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দলের জন্য থাকবে বিশেষ আয়োজন। ভারতীয় বোর্ডের ঘোষিত ১২৫ কোটি রুপির পুরস্কার তখনই তুলে দেয় ক্রিকেটারদের হাতে। ভারতীয় দলের ভ্রমণের পালা অবশ্য শেষ নয় এখনই।

সবচেয়ে বড় আয়োজনটি যে হবে আরেক শহরে! মুম্বাইয়ে আয়োজন করা হয়েছে 'ভিক্টরি প্যারেড।' ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবে পুরো দলের সদস্যরা।

বিশ্বকাপ জয় করে প্রায় ৩০ কোটি টাকা পেয়েছে রোহিত-কোহলিরা। এছাড়াও বোর্ড থেকে পুরস্কার পাবে প্রায় ১৭৬ কোটি টাকা। সব মিলে ২০৫ কোটি টাকা ছাড়াও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান থেকেও আসবে আর্থিক পুরস্কার।

এসএস