ক্রিকেট
এখন মাঠে
0

বৃষ্টির কারণে আজ খেলা না হলে, ফাইনালে যাবে ভারত!

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি অদ্ভুত এক নিয়ম তৈরি করেছে। আসরে বৃষ্টির বাগড়ায় অনেক দলের ভাগ্য পুড়েছে, আবার অনেক দলের আবার ভাগ্য খুলেছে। কিন্তু তারপরও আইসিসি মাত্র দুটি ম্যাচে রিজার্ভ ডে রেখেছে।

একটি প্রথম সেমিফাইনাল অপরটি ফাইনালে! আইসিসি বাইলজে আগেই বলেছে, ভারত যদি সেমিফাইনালে ওঠে সেক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। অবাক ব্যাপার হলো দ্বিতীয় সেমিফাইনালে নেই কোনো রিজার্ভ ডে। এখানে নিয়ম হচ্ছে ম্যাচ বৃষ্টির কারণে যদি একটি বলও না গড়ায়। ম্যাচ যদি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সেক্ষেত্রে গ্রুপ পর্ব থেকে সুপার এইটের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলটি সরাসরি ফাইনালে খেলবে। অর্থাৎ ভারত পুরো আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকায় প্রতিপক্ষ ইংল্যান্ডের চেয়ে পয়েন্টের হিসেবে ঢের এগিয়ে। আর ইংলিশরা হেরেছে দুই ম্যাচে। তাই বৃষ্টির কারণে খেলা না হলে হিসেব অনুযায়ী ভারত যাবে ফাইনালে।

দ্বিতীয় সেমিফাইনালের নিয়ম তাহলে এমন যে, রিজার্ভ ডে না থাকায় কোনো ওভার কর্তন ছাড়া অপেক্ষা করা যাবে বাড়তি ৪ ঘণ্টা ১০ মিনিট! তার মানে কোনোরকম ওভার কাটা ছাড়া বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিটে খেলা শুরু করা যাবে! যা সম্পূর্ণ ২০ ওভার খেলার বিধান অনুসারে হবে। অতিবৃষ্টিতে সময়ক্ষেপণ হলে সর্বনিম্ন খেলা হতে হবে ১০ ওভার। সেটি শুরু করার শেষ সময় বাংলাদেশ সময় রাত ২টা ৪০ মিনিটে।

আর কোনোভাবে খেলা চালানো সম্ভব না হলে ম্যাচটি হবে পরিত্যক্ত। সেক্ষেত্রে গ্রুপ পর্ব ও সুপার এইটে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠায় সরাসরি ফাইনালে চলে যাবে মাঠ ও মাঠের বাইরে ক্রিকেট কূটনীতির পরাশক্তি দল ভারত।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আজ (বৃহস্পতিবার, ২৭ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।