আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১৯ নম্বরের দলের বিপক্ষে প্রথম ম্যাচ হারায় আত্মবিশ্বাস তলানিতে টাইগারদের। চারদিকে হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের কম্বিনেশন নিয়েও উঠেছে প্রশ্ন। সে কারণে আজ বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন।
টপ অর্ডার ব্যাটাররা ভুগিয়েছে প্রথম ম্যাচে। তাই রানে লিটন, সৌম্য ও বিশেষ করে অফ ফর্মে ভোগা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এ ম্যাচে রানে ফেরা জরুরি বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।
অন্যদিকে প্রথম ম্যাচে বোলিংয়ে দুই স্পিনার দুই পেসার নিয়ে একাদশ সাজানো হয় বাংলাদেশের। আজকের ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নামবে বলে আভাস পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার পর আইসিসির অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৮ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।