ক্রিকেট
এখন মাঠে
0

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ ভোরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ (শুক্রবার, ১৭ মে) বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রে ল্যান্ড করে ক্রিকেটারদের বহনকারী বিমান।

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়ে যায় ক্রিকেট দল। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছে বাংলাদেশ দল।

সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ ২১, ২৩ ও ২৫ তারিখে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তারপর ১ জনু ভারতের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ রয়েছে। কিন্তু ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থাকলেও খেলতে আগ্রহী নয় বাংলাদেশ।

কারণ তাদের সাথে প্রস্তুতি ম্যাচ ছাড়াই তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। বিশ্বকাপে ডি গ্রপে বাংলাদেশ। বিশ্বকাপ মিশনে টাইগারদের প্রথম ম্যাচ ডলাসে শ্রীলঙ্কার বিপক্ষে।

নাজমুল হোসেন শান্ত'র নেতৃত্বে রিজার্ভ বেঞ্চের দুই ক্রিকেটারসহ মোট ১৭ জন ক্রিকেটারের সবাই একসঙ্গে ঢাকা ছাড়ে। দলের সঙ্গে ছিলেন ইনজুরড তাসকিন আহমেদও।

সাকিব-মাহমুদউল্লাহদের পাশাপাশি ছিলেন কোচিং স্টাফ ও টিম অফিশিয়ালরা। বিমানবন্দরে তাদেরকে শুভকামনা জানায় সমর্থকরা।